Posts

Showing posts with the label বেসরকারি খাতের মন্দাভাব কিছুতেই যাচ্ছ না

বেসরকারি খাতের মন্দাভাব কিছুতেই যাচ্ছ না

Image
নিউজ ডেস্ক: কমেছে ঋণের প্রবৃদ্ধি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি, বেড়েছে টাকার প্রবাহ। বেসরকারি খাতে মার্চ পর্যন্ত হিসাবে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কমেছে। সেইসঙ্গে কমেছে দেশে মূলধনী যন্ত্রাংশ আমদানিও। এতে শিল্প খাতসহ সমগ্রিক অর্থনীতির স্থবিরতা কাটছে না। তবে এ সময়ে বাজারে টাকার প্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি বিভাগের মাসিক মূল্যায়ন প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতিতে স্থবিরতা হয়েছে সেটির প্রমাণ। এখানে সরকার বলছে অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে, সূচক বলছে না। তবে বিনিয়োগ এবং চাহিদা না বাড়লে এ পরিস্থিতি থেকে বের হওয়া যাবে না। তিনি আরও বলেন, সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। আর এজন্য টিকা নিশ্চিত করতে হবে। টিকাই হবে স্থায়ী সমাধান। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ- এ তিন মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৯ শতাংশ। গত বছরের একই সময়ে ব্যাংক ঋণের প্রবৃ...