বেজোসকে পৃথিবীতে ফিরতে দিতে নারাজ কয়েক হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী ২০ জুলাই ফের মহাকাশে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পিটিশনের আয়োজন করে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ। পিটিশনের টাইটেল ছিল ‘জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দিয়েন না।’ এই পিটিশনের পক্ষে স্বাক্ষর করেছেন সাত হাজার লোক। রকেট কোম্পানি ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস গত ৭ জুন ঘোষণা দেন তিনি, তার ভাই ও অন্য তিনজন সফরসঙ্গীসহ ভূপৃষ্ঠ থেকে ৬২ মাইল উপরে উঠবেন। বেজোস ২৭ বছর আমাজানের সিইও পদে রয়েছেন। পদ ছাড়ার ১৫ দিন পর তিনি নিউ শেপার্ড নামের ওই নভোযানে মহাকাশ ভ্রমণ করবেন। উড্ডয়নের সে দিন ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে। গত ১০ জুন বেজোসের ওই পিটিশনে চেঞ্জডট অর্গের ব্যবহারী হোসে অরিতিজ লিখেছেন, ‘এই পিটিশনে স্বাক্ষর করুন। এটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার। মানুষের ভাগ্য আজ আপনাদের হাতে।’ এটি লেখার পরই পিটিশনে ছয় হাজার ৮৩২ জন স্বাক্ষর করেন। ভ্রমণের সংক্রান্ত পিটিশনে একজন লিখেছেন, জেফ বেজোস একজন সুপার পাওয়ারফুল লোক। তিনি একটি অনলাইন মার্কেটের দায়িত্ব নিয়ে ছদ্মবেশে আছেন। আরেকজন মন্তব্য করেছেন, বিশ্বজুড়ে বেজোস আধিপত্য করে যাচ্ছেন, ...