বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নাড আর্নল্ট
রাশিদ রিয়াজ : ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নাড আর্নল্ট ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক। বিশে^র শীর্ষ ব্রান্ড লুইস ভিট্টন, মোয়েট, হেননেসে, ফেন্ডি, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচি তারই কোম্পানি। ফোর্বসের হিসেবে আর্নল্টের সম্পদের পরিমান এখন ১৮৬.৩ বিলিয়ন ডলার। স্পুটনিক কোভিড মহামারী সত্ত্বেও আর্নল্টের সম্পদের পরিমান গত বছর মার্চ থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। এর আগে বিশে^র শীর্ষ ধনী অ্যামজনের মালিক জেফ বেজোসের সম্পদের পরিমান ছিল ১৮৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় শীর্ষ ধনী এলন মাস্কের সম্পদের পরিমান হচ্ছে ১৪৭.৩ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন চীনা গ্রাহকরা এলভিএমএইচ কোম্পানির পণ্য কিনতে শুরু করায় আর্নল্টের কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এবছর প্রথম প্রান্তিকে এলভিএমএইচ রেকর্ড পরিমান আয় করে ১৭ বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। সোমবার প্রথম ঘন্টার লেনদেনে এলভিএমএইচের শেয়ার মূল্য বৃদ্ধি পায় শূন্য দশমিক ৪ শতাংশ এবং বাজার মূলধন পৌঁছে ৩২০ বিলিয়ন ডলারে। ফোর্বস বলছে এলভিএমএইচ শুধু ইউরোপিও বিলাস পণ্য তৈরি গ্রুপ হিসেবে একমাত্র কোম্পানি হিসেবে প্রবৃদ্ধি পা...