বৃষ্টি থাকবে আরও দু’দিন
ডেস্ক নিউজ: বৃষ্টি দিয়েই শুরু হয়েছে আষাঢ় মাস। অবশ্য বেশ কয়েকদিন আগে থেকেই বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও দুদিন। আবহাওয়া অধিদপ্তরের বুধবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।বাংলাদেশ প্রতিদিন The post বৃষ্টি থাকবে আরও দু’দিন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .