বিয়ের আগে যদি বলি আমি গর্ভবতী? মেয়ের এ প্রশ্নে উত্তরে যা বললেন অনুরাগ
নিউজ ডেস্ক: ২০ জুন বাবা দিবস উপলক্ষে বলিউডের প্রখ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপকে বিশেষ ট্রিট দেন তার কন্যা আলিয়া কাশ্যপ। তারই এক ফাঁকে প্রশ্ন করে বাবাকে এক প্রকার বেকায়দায় ফেলে দেন অনুরাগ কন্যা। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ পরিচালকের কাছে আলিয়া জানতে জান তার বয়ফ্রেন্ড শেন গ্রেগরিকে নিয়ে বাবার ধারণা কী? জবাবে অনুরাগ বলেন, ‘আমার তো শেনকে ভালোই লাগে। আমার আসলে তোমার চয়েজ বেশ পছন্দ। বন্ধুদের বেলায়, ছেলেদের ক্ষেত্রেও তোমার পছন্দ ভালো। শেন ভালো ছেলে, খুব আধ্যাত্মিক, শান্ত, ওর মধ্যে এমন কিছু গুণ আছে যা অনেক পুরুষের ৪০ বছরে হয় না। কঠিন পরিস্থিতিতে দারুণ সামলাতে পারে’। আলিয়া এদিন বাবাকে একটি কঠিন প্রশ্নও করেন- ‘আচ্ছা, যদি আমি তোমাকে বলি, আমি গর্ভবতী?’ জবাবে অনুরাগ জানান, ‘আমি জানতে চাইব তুমি সত্যি মা হওয়ার জন্য তৈরি কি-না। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি সেটাই সমর্থন করব। আর সেটা তুমি ভালোভাবেই জানো। নিঃসন্দেহে সেটার জন্য তোমাকে হয়ত জীবনে অনেক কঠিন মূল্য দিতে হবে, সেই সম্পর্কেও তোমাকে একটা ধারণা দেব। কিন্তু শেষ পর্যন্ত তোমার পাশে থাকব।’ বিয়ের আগে যৌন সম্পর্কে জড়িত থাকা নিয়েও বাবাকে প্রশ্ন করেন আ...