Posts

Showing posts with the label বিশ্বের সবচেয়ে সুন্দর সিনেমা হলগুলো এক নজরে

বিশ্বের সবচেয়ে সুন্দর সিনেমা হলগুলো এক নজরে

Image
নিউজ ডেস্ক: বিশ্বে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে, যেখানে সিনেমা দেখার পাশাপাশি হলের নান্দনিকতাও উপভোগ করতেও যান দর্শকরা। এমনই ১০ সিনেমার হল নিয়ে সাজানো হয়েছে লেখাটি। এলগিন অ্যান্ড উইন্টার থিয়েটার, টরন্টো কানাডার ওন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো শহরে অবস্থিত এলগিন অ্যান্ড উইন্টার থিয়েটার। এটি ১৯১৩ সালে যাত্রা শুরু করে। যার দুটো অংশ রয়েছে। এলগিন অংশের আয়তন ২১৪৯ মিটার এবং উইন্টারের ১৪১০ মিটার। বর্তমানে এটি ওন্টারিও হেরিটাজ ট্রাস্টের মালিকানাধীন রয়েছে। এখানেই অনুষ্ঠিত হয় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল।   পাথে তুশিনস্কি থিয়েটার, আমস্টারডাম নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে অবস্থি পাথে তুশিনস্কি থিয়েটার। ১৯১৯ সালে এর নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং ১৯২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর স্থপতি হিজম্যান লুইস ডে জং।   অলিম্পিয়া মিউজিক হল অলিম্পিয়া মিউজিক হলে গানের অনুষ্ঠান হয়। অনেকে আবার এখানে গানের রেওয়াজও করেন। মাঝেমধ্যে অনেক শিল্পী এখানে কনসার্টের আয়োজন করেন। তাতে অনেক সঙ্গীতপ্রিয় মানুষ আসে ও আনন্দে মেতে ওঠে। এটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। ১৮৮৯ সালে তৈরি হয় এবং ১৯৯৭ সালে পুনঃনির্ম...