বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল চুরির তদন্ত প্রায় শেষ করেছে সিআইডি
সমকাল: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক। মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। পাঁচ বছর পার হলেও কতদূর এগিয়েছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল চুরির তদন্ত? জড়িতদের ব্যাপারে সর্বশেষ কী তথ্য তদন্ত সংস্থার হাতে রয়েছে? চুরি হওয়া অর্থ ফেরত আসবে কবে? এ ঘটনায় দেশি-বিদেশি কারা জড়িত? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল- এ মামলায় তদন্ত প্রায় শেষ করেছে সিআইডি। তারা বলছে, ৯৫ ভাগ কাজ শেষ। তবে কৌশলগত কারণে চার্জশিট দাখিলে বিলম্ব হচ্ছে। তদন্ত গুছিয়ে নিলেও আগামী ছয় মাসের মধ্যে চার্জশিট হচ্ছে না- এমন আভাসও পাওয়া গেছে। যদিও বিশ্বব্যাপী চাঞ্চল্য তৈরি করা এ ঘটনায় দেশি-বিদেশি কারা সম্পৃক্ত এমন তথ্য-প্রমাণ সিআইডির কাছে রয়েছে। এ মামলায় অন্তত ৩০ জন আসামি হচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ৭ থেকে ১০ জন। বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাকিং থেকে শুরু করে অর্থ সরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়ায় পাঁচটি নতুন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে, যা হলিউডের কোনো সিনেমার কাহিনির সঙ্গে তুলনা করা যেতে পারে। রিজার্ভ চুরির ঘট...