বিশ্ববিদ্যালয়ের ১২ লাখ শিক্ষার্থী টিকা পাবে কীভাবে?
নিউজ ডেস্ক: করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাখাত। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় উচ্চ শিক্ষালয়ে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার চিন্তা করছে। তবে সেটি কবে থেকে শুরু হবে তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ১১ লাখ ৬৬ হাজার ৮৬৭ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। সরকার যদি শুধু শিক্ষার্থীদেরই টিকাকরণের উদ্যোগ নেয় তাহলে প্রায় সাড়ে ২৩ লাখ ডোজ টিকার দরকার। যদিও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে চাইলে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও টিকার আওতায় আনতে হবে। সেক্ষেত্রে টিকার চাহিদা আরও অনেক বাড়বে। এদিকে টিকাকরণের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার উদ্যোগ নেয়া হলেও সেটি কি প্রথম ডোজ দেয়ার পর খুলে দেয়া হবে না দুই ডোজের টিকাকরণ সম্পন্ন করেই খুলে দেয়া হবে তা স্পষ্ট নয়। আবার সরকার টিকা প্রদানের পরই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে বলে ঘোষণা দিলেও অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাকরণে ...