বিমানবন্দরে স্বর্ণ-আইফোনসহ ইলেক্ট্রিশিয়ান আটক
সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও আইফোনসহ একজন ইলেক্ট্রিশিয়ানকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আটককৃতের নাম- আবু বকর। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত আছেন। [৩] মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে আটক করা হয়। [৪] কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক বলেন, বিমানবন্দরে আউট সোর্সিংয়ে কর্মরত পেরিপ্লেক্স সি/ও ইএম-১ এর একজন কর্মচারীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হওয়ার তথ্য পেয়ে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। [৫] এক পর্যায়ে গ্রীন চ্যানেল অতিক্রমকালে ইলেক্ট্রিশিয়ান আবু বকরের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয়। তার পরিচয় জানতে চাওয়া হয় এবং তার কাছে কোন স্বর্ণবার আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তাকে আর্চওয়ে করানো হলে তার দেহে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপর আবু বকর তার পরিহিত প্যান্টের ভেতরে লুকায়িত অবস্থায় ১১৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার ও ১টি আইফোন ১২ প্রো বের...