বিদেশি বিনিয়োগ আনতে সংস্কার জরুরি বাজেটে
কালের কন্ঠ : করোনায় বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। মহামারির ক্ষতি কাটিয়ে অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন প্রচুর বিনিয়োগ। তাই সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো ব্যবসা সহজীকরণসহ করপোরেট করে ছাড়সহ নানা প্রণোদনা দিচ্ছে। কিন্তু এফডিআই প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগে পদে পদে জটিলতা ছাড়াও উচ্চহারের করপোরেট করের কারণে বিনিয়োগ ব্যয় বেড়েছে। এতে বিনিয়োগকারীরা উৎসাহ হারাচ্ছেন। তাই এফডিআই আকর্ষণে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যাপক নানামুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে দেশে যে পরিমাণ নিট এফডিআই এসেছিল, এর চেয়ে ২০২০ সালে প্রায় ১০.৮০ শতাংশ কম এসেছে। ২০১৯ সালে দেশে নিট এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার আর ২০২০ সালে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার। ২০১৮ সালে সাড়ে ৩০০ কোটি ডলারের বেশি বিদেশি বিনিয়োগ এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো দেখা যায়, গত বছর সবচেয়ে বেশি ৪০ কোটি ডলারের নিট এফডিআই এসেছে নেদারল্যান্ডস ...