কথা রাখলেন সালমান খান
কথা দিয়েছিলেন ২০২১ সালের ঈদেই নিজ ভক্তদের উপহার দিবেন পরবর্তী সিনেমা ‘রাধে’। সালমানের মুখ থেকে বের হওয়া কোনো প্রতিশ্রুতি যে তিনি ভাঙেন না, একথা আবার প্রমাণ করলেন বলিউডের ভাইজান। করোনায় যেখানে ভারতের নায়করা সিনেমার ব্যবসা নিয়ে ভয়ে আছেন। নিজেদের সিনেমা মুক্তি দিতে করছেন সংকোচ। সেখানে সালমান খান আগামী ১৩ মে মুক্তি দিচ্ছে প্রভুদেবার পরিচালনায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে’। সালমান খান আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রকাশ পেয়েছে ‘রাধে’র ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেইলার। সকাল সাড়ে ১১ টায় মুক্তি পাওয়া এই ট্রেইলার মুক্তি পাওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। মাত্র ৫ ঘণ্টায় ট্রেইলারটি ৩ মিলিয়নের উপর দেখা হয়েছে। ২০০৯ সালে প্রভুদেবার ‘ওয়ান্টেড’-এর মতো এই সিনেমায় সালমান অর্থাৎ ‘রাধে’ পেশায় একজন পুলিশ অফিসার। তার নায়িকা ‘দিয়া’র ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। অভিনেত্রীর প্রেমিক অর্থাৎ টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ অভিনয় করবেন তার দাদার চরিত্রে। খলনায়ক হিসেবে দেখা যাবে রণদীপ হুডাকে। The post কথা রাখলেন সালমান খান appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .