বিজয়নগরে মোবাইল চুরির অভিযোগে শিশু নির্যাতন
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোবাইল চুরির অভিযোগে ইয়াকুব নামের এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিবিসি নিউজ পুলিশ জানায়, ঈদের দিন বিজয়নগর উপজেলার মেরাশানী বাজার থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। সেই ফোন চুরির অভিযোগে ইয়াকুবকে শনিবার আটক করে কয়েকজন যুবক। তারা শিশুটির হাত-পা বেঁধে নির্যাতন করে। পরে রবিবার তাকে ছেড়ে দেয়া হয়। নির্যাতনের শিকার শিশুটি সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে নানার বাড়িতে থাকে। এদিকে, নির্যাতনকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।