Posts

Showing posts with the label বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

আরও ৭ দিন বাড়ছে লকডাউন, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরও এক দফা লকডাউন বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী ১৬ মে’র পর লকডাউন আরও ৭ দিন বাড়তে পারে। বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে আগামী ১৬ মের পর থেকে আরও এক দফা লকডাউন বাড়তে পারে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশ বিচারিক ক্ষমতা দেয়া হবে। এর আগে মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। এটা দেশে বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন জারি করে সরকার। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে।