Posts

Showing posts with the label বিকেলে দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

বিকেলে দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ

Image
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত হওয়ায় বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশে ফিরেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এই দুইজনকে। রাজধানীর ৫ তারকা একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন এই দুইজন। কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিবেন তারা। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিবেন এই দুইজন। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথম ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। এরপরের ৪ ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিবের। অন্যদিকে মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে ৭টি ম্যাচই খেলেছেন। উল্লেখ্য, আগামী ২৩ মে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। বার্তাবাজার/নব