বালিয়াকান্দিতে সরকারি সড়কের মূল্যবান গাছ কর্তনের মহোৎসব
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দিনের আলোতেই বিভিন্ন সড়কের মুল্যবান সরকারী গাছ কর্তন করছে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রভাবশালী ও আমলার ভাইসহ এক শ্রেণীর গাছ খেকোরা। দিনের আলোতে সড়কের গাছ কর্তন করেও পাড় পেয়ে যাচ্ছেন এসব প্রভাবশালীরা। জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর-বহরপুর সড়কের দু,পাশ থেকে প্রতিনিয়তই দিনে-দুপুরে মুল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালী গাছ খোকেরা। গাছ খেকোরা গছ কেটে সাবাড় করলেও নেই কোন পদক্ষেপ। আর কিছুদিন গেলেই এ সড়কটি গাছ শুন্য হয়ে পড়বে। বিভিন্ন অজুহাতে সড়কটি গাছ শুন্য হচ্ছে। রাজধরপুর এলাকা থেকে বিশাল আকৃতির শিশু গাছ কর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও পিএসসির সদস্যের ভাই শামসুল মোল্যা। গাছটির মূল্যে প্রায় লক্ষাধিক টাকা। প্রকাশ্যে দিবালোকে গাছ কাটার কারণে এলাকার মানুষ বিষয়টি দেখে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। বুধবার গাছের ৮টি গুড়ি জব্দ করেছে প্রশাসন। একই ইউনিয়নের সারুটিয়া গ্রামে সড়কের দু,টি রেন্টি কড়াই গাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছে কাঠ ব্যবসায়ী চঁাদ আলীর নিকট। সেটিও সরকারী গাছ হলেও প্রশাসনকে কিছু না জানিয়েই গাছ দ...