বাবা আমাকে পানি খাওয়ান, পরানডা বারাইয়া যায়
সুজন কৈরী: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু পথযাত্রী আহত এক বৃদ্ধের আবেদন বাবা আমাকে বাঁচান , আমাকে একটু পানি খাওয়ান। সারা শরীরে রক্ত, মনে হচ্ছে রক্ত সাগরে মাত্র ই ডুব দিয়ে উঠেছেন। আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম কি করবো ভেবে পাচ্ছিলাম না। লোকটার একটি হাত আমি ধরলাম এবং পাশেই একটা বেসরকারি হাসপাতাল সেদিকে ছুটলাম, লোকটা হাঁটতে পারছেনা হাঁটু ভেঙ্গে বসে পরে বলল “বাবা আমাকে পানি খাওয়ান পরানডা বারাইয়া যায়”। বৃদ্ধের এই আর্তনাতে আমি সত্যি র্নিবোধ হতোবাগ হয় কোথায় পাব পানি ভেবে পাচ্ছি না। এরকম অবস্থায় তাকে ফেলে আমি যেতেও পারছি না। হঠাৎ আরও তিন চার জন মানুষ ছুটে আসলে আমিও চিৎকার করে আবেদন করা শুরু করলাম যে পানি পানি পানি তবে কেউ পানি নিয়ে আসছে না। তখন আমার মনে পরে দোকানে পানি পাব কিছুদূর দৌড়ে গিয়ে একটি দোকান থেকে আধা লিটার পানির বোতল নিয়ে আসলাম, বোতলের মুখ খুলে আমি পানিটা খাওয়ালাম আহত ওই বৃদ্ধকে। পুরো পানি খেয়ে বৃদ্ধ বলে উঠল, আল্লাহ তোমার ভাল করুক বাজান। আমি সকলের নিকট আবেদন করতে লাগলাম সবাই ধরাধরি করে একটু হাসপাতালের দিকে নিয়ে চলেন। এর মধ্যেই তিন চার জন...