বাজপাখি হাতে মরুভূমিতে আরবিয়ান লুকে পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা খ্যাত চিত্রনায়িকা পরীমনি। ভ্রমণ পিপাসু এই নায়িকা সুযোগ পেলেই অবকাশ যাপনের জন্য ছুটে যান নান্দনিক কোনো স্থানে। কখনো চায়না, কখনো সিঙ্গাপুর অথবা দুবাই। এবার দু্বাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন পরীমনি। সেখানকার দর্শনীয় স্থান ঘুরে বেড়িয়েছেন। স্থানীয় পোশাক পরে মরুভূমিতে বাজপাখির সঙ্গে খেলায় মেতেছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়— একটি বাজপাখি পরীমনির হাতে বসে আছে। পাখিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। তা ছাড়া দুবাইয়ে প্রাইভেট বোটে সাদা টপস, নীল প্যান্ট আর রোদ চশমা পরে চালকের আসনে বসে থাকতেও দেখা যায় তাকে। পরীমনি পরীমনি সবসময় নিজের জন্য, আত্মীয় ও বন্ধু-বান্ধবদের জন্য কেনাকাটা করতে পছন্দ করেন। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় দেখা গেছে তাকে। সেখানকার রেস্তোরাঁ ও মার্কেট থেকে কেনাকাটা করেছেন পরীমনি। The post বাজপাখি হাতে মরুভূমিতে আরবিয়ান লুকে পরীমনি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .