বাঘ হত্যাকারীকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
সুন্দরবনের ভেতরে যে বা যারা বাঘ হত্যা করে তাদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। বনের বাইরে এ ধরনের অপরাধী ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা দেওয়া হবে। সোমবার (১০ মে) বেলা ১২টায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে একযোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা মাইকিং ও হ্যান্ডবিলের মাধ্যমে এ প্রচারণা শুরু করে। প্রচারণায় বলা হয়, বনের মধ্যে কুমির হত্যাকারীর জন্য ৩০ হাজার টাকা, বনের বাইরে ১৫ হাজার টাকা। হরিণের ক্ষেত্রে বনের ভিতরে ২০ হাজার টাকা এবং বনের বাইরে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভিতরে ১০ হাজার টাকা এবং বনের বাইরে ৮ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে সুন্দরবনের কদমতলা স্টেশন কমকতা আবু সাঈদ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বন অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেটা মানুষকে জানানোর জন্য আমরা প্রচার শুরু করেছি এবং যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে।” বার্তাবাজার/পি