Posts

Showing posts with the label বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের উপর মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের উপর মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

Image
বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারী ছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকরা মালয়েশিয়া প্রবেশ করতে পারবে না। বুধবার (৫ মে) মালয়েশিয়ার সিনিয়র সুরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক দর্শনার্থী পাস, ব্যবসায়ী ভ্রমণকারী এবং অন্যান্য দর্শনার্থীসহ সব শ্রেণির ভ্রমণকারীদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর আগে গত ২৬ এপ্রিল ভারতের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাপ্তাহিক সংক্রমণের হার বাড়তে থাকায় এ নিধেষাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১৭ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২৪ হাজার ৩৭৬ জনে ও মোট মারা গেছেন ১ হাজার ৫৯১ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪৬ জন। বার্তাবাজার/নব