[১] ভারত-পাকিস্তান ম্যাচ করতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি, বললেন কামরান আকমল
স্পোর্টস ডেস্ক : [২] রাজনৈতিক কারণে ২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। আইসিসির কোনও টুর্নামেন্ট খেলতে গিয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সেটা আলাদা বিষয়। এর বাইরে ভারত-পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। আইসিসির কোনও টুর্নামেন্টে যদি ভারত-পাকিস্তান মুখোমুখিও হয়েছে, সেই ম্যাচটি নিরপেক্ষ স্থানে হয়েছে। [৩] অথচ এই দুই দেশের মধ্যে যে কোনও সিরিজ ঘিরেই উত্তেজনার পারদ সব সময়েই চরমে থাকে। আর সেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ করতে নাকি খুবই আগ্রহী বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই দাবি করেছেন, পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। [৪] একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়ে আকমল বলেছেন, ‘আসল বিষয় হল সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে পাকিস্তানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন। যে কারণে তিনি এই দুই দলের ম্যাচের গুরুত্ব বোঝেন। এবং এই খেলার মধ্যে দিয়ে দু’টি দেশকে কী ভাবে কাছে আনা যায়, সেটাও ভাল ভাবে জানেন। আমার মনে হয়, সৌরভ চাইবেন তাঁর সময়সীমায় (বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে) ভারত এবং পাকিস্তানকে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করতে। [...