বজ্রপাতে বছরে গড়ে মারা যাচ্ছে ২১৬ জন, কেন এতো মৃত্যু?
নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রতি বছরই বজ্রপাতে অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই বজ্রপাতে একাধিক মানুষের মৃত্যু হচ্ছে। গত মধ্য এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাতে দেড়শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর মার্চ থেকে জুন মাস পর্যন্ত ৪ মাসে বজ পাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে সেভ দ্য সোসাইটি থান্ডারস্টার্ম অ্যাওয়ারনেস ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার যে দেশগুলোয় বজ্রপাতের প্রবণতা বেশি, তার মধ্যে রয়েছে বাংলাদেশও। কিন্তু এর কারণ কী? বাংলাদেশে বজ্রপাত নিয়ে যারা গবেষণা করছেন তাদের মতে, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপরই ভারত মহাসাগর। সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে, যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুই বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে মৃত্যুবরণ ...