বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন
বকেয়া বেতন ও বেসিকের সম-পরিমান ঈদ বোনাস এর দাবীতে মানববন্ধন করেছে পোষাক শ্রমিকদের সংগঠন ‘গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’। শনিবার (৮ মে) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রমিক সংগঠনটির নেতারা বেসিকের সমান ঈদ বোনাস ও বকেয়া মজুরী পরিশোধ, তাজরীন ও রানা প্লাজার আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধসহ ঈদের ছুটি কাটা বন্ধের আহবান জানান। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ভাবেই শ্রমিক সংগঠনের মানববন্ধন শেষ হয়। বার্তাবাজার/পি