Posts

Showing posts with the label ফোঁড়া থেকেই গেলো

রুহিন হোসেন প্রিন্স: বাজেটে জ্বালানি খাত, ফোঁড়া থেকেই গেলো

Image
রুহিন হোসেন প্রিন্স : বাজেট পেশের আগে অবশ্য অর্থমন্ত্রী বলেছিলেন, এবারের বাজেট হবে ‘মানুষ ও ব্যবসায়ীবান্ধব’। প্রস্তাবিত বাজেট ‘সাধারণ মানুষবান্ধব’ না হলেও ব্যবসায়ীবান্ধব হয়েছে। বর্তমান ব্যবসায়ী অর্থমন্ত্রী ও সরকারের কাছ থেকে এর চেয়ে ব্যতিক্রম আশা করারও বেশি কিছু ছিল না। এই মহামারির সময়ে যখন মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে চ্যালেঞ্জ নিয়ে বাজেট সাজানোর কথা ছিলো তখনও মেগা প্রকল্প ও প্রকল্পে বরাদ্দ রেখে সরকার ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থরক্ষার বাজেট ঘোষণা দিলো। এটা ঠিক যে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমল থেকে এখন বিদ্যুতের অগ্রগতি অনেক বেশি। এগুলো হয়েছে অনেক উচ্চমূল্যে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের সময় দায়মুক্তি আইনও পাস করা হয়েছিলো, যা এখনও অব্যাহত রাখা হয়েছে। তখন জাতীয় সংসদে বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচ বাড়ছে। ২০১৪ সাল থেকে বিদ্যুতের খরচ কমবে, তখন দাম কমবে। কিন্তু ২০২১ সালে এসেও দেখা গেলো, এসব নেহায়েতই ‘কথার কথা’, দাম বাড়ানোর সময়ে মানুষকে ধোঁকা দেওয়ার আরেক কৌশল। ওই সময় থেকে বিশে^ ক্ষতিকর কয়লাভিত্তিক প্রকল্প বাতিল করলেও সরকার কম খরচের কথা বলে কয়লাভিত্তিক...