Posts

Showing posts with the label ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ

ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ

Image
আসন্ন ঈদকে কেন্দ্র করে করোনা পরিস্থিতিতে সরকারের চলমান বিধিনিষেধের মধ্যেও নানা উপায় অবলম্বন করে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ঘাটগুলোতে বাড়ছে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ। শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত ও পণ্যবাহী ৭’শর বেশি যানবাহন। এছাড়া, গাদাগাদি করে ফেরি পারপার করায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া-বাংলাবান্ধা নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চাপ। সরকারি নিষেধাজ্ঞার পরেও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছে মানুষ। গণপরিবহণ না থাকলেও ঘাটে দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি,অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। বার্তাবাজার/ভিএস