ফেরিঘাটগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ
আসন্ন ঈদকে কেন্দ্র করে করোনা পরিস্থিতিতে সরকারের চলমান বিধিনিষেধের মধ্যেও নানা উপায় অবলম্বন করে বাড়ি ফিরছে মানুষ। শুক্রবার ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ঘাটগুলোতে বাড়ছে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ। শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় ব্যক্তিগত ও পণ্যবাহী ৭’শর বেশি যানবাহন। এছাড়া, গাদাগাদি করে ফেরি পারপার করায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শিমুলিয়া-বাংলাবান্ধা নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চাপ। সরকারি নিষেধাজ্ঞার পরেও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছে মানুষ। গণপরিবহণ না থাকলেও ঘাটে দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি,অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। বার্তাবাজার/ভিএস