ফেরি নিয়ে লুকোচুরি: পারের অপেক্ষায় ২৫ হাজার মানুষ
রাতে খোলা আর দিনে বন্ধ রাখা হচ্ছে ফেরি। এই লুকোচুরির খেলার ভুক্তভোগী হচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী। শিমুলিয়া ঘাটে ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরা মানুষদের সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। যতই সময় গড়াচ্ছে ততই যাত্রীর চাপ বাড়ছে শিমুলিয়া ঘাটে। রোববার (০৯ মে) ঘাটে বিজিবি মোতায়েন হলেও যাত্রীদের থামানো যায়নি। ফেরি ছাড়াও তারা ভিন্ন পন্থায় পার হচ্ছেন পদ্মা। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দিনের বেলা ফেরি চলাচল বন্ধের। কিন্তু যাত্রীরা আসছেই। কেউ জেলে নৌকা, ট্রলার আবার কেউ বালুবাহী বাল্কহেড দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। বর্তমানে ২৫ হাজারের মতো যাত্রী ফেরি পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে মাওয়া নৌ পুলিশের আইসি মো. সিরাজুল কবীর জানান, অবৈধভাবে ট্রলার দিয়ে যাত্রী পারাপারের কারণে মাঝ পদ্মায় ১৮টি ট্রলার আটক করেছে মাওয়া নৌ পুলিশ। তাদেরকে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। বাকি সব যাত্রীরা ফেরি পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে পল্টনে, বাসস্ট্যান্ডে, যাত্রী ছাউনিসহ বিভিন্ন যায়গায় অবস্থান নেয়। দিনে ফেরি বন্ধ থাকলেও লাশবাহী অ্যাম্বুলেন্স, জরুরি...