Posts

Showing posts with the label ফিরোজ আহমেদ: রোজিনা সংবাদিকতার একজন মহৎ দৃষ্টান্ত

ফিরোজ আহমেদ: রোজিনা সংবাদিকতার একজন মহৎ দৃষ্টান্ত

Image
ফিরোজ আহমেদ : বড়, উঁচু দেয়ালের তিনটা কারণ আছে। দেয়াল সচিবালয়ের মতো বিশাল উঁচু দেয়ালও হতে পারে, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো আইনের দেয়ালও হতে পারে। দেয়ালের প্রথম কারণটা আরো চুরির বন্দোবস্ত, যদি বলা হয় চুরি ঠেকাবার জন্য এটা করা হচ্ছে। চুরি ঠেকাবার কথা শুনলে নাসিরুদ্দীন হোজ্জা আর বোখারার আমীরের গল্পটা মনে পড়ে। রাজকোষে এতো চুরি যে সেবার সম্পদের অভাবে দুর্ভিক্ষে বোখার আমজনতাকে খাবার দেওয়া যায়নি। রাজকোষে চুরি ঠেকাতে উজির বুদ্ধি দিলেন দেয়াল উঁচু করতে হবে। দেয়াল উঁচু হলো, চুরি আরো বাড়লো। উজীর বললেন, দেয়াল আরও উঁচু করতে হবে, চোর দুর্ধর্ষ। দেয়াল আরও উঁচু হলো, চুরি জ্যমিতিক হারে বাড়লো। ফলে দুর্ভিক্ষ আরো চেপে বসলো। সব শুনে টুনে হোজ্জা বললেন, দেওয়ানজী হিসেব দিক, সর্বেশষ চুরিটা কোন খাতে…। দেওয়ান কাচুমাচু হয়ে বললেন, শেষ চুরিটা দেয়াল তোলার খাতে। বোখারাবাসীর পক্ষ থেকে হোজ্জা বললেন, চোর যদি ভেতরেই থাকে, দেয়াল যতো উঁচু হবে, ততোই চোরের সুবিধা। দেয়াল উঁচু করার দ্বিতীয় কারণটা নিরাপত্তা। যারা চুরি করে, চুরিতে নেতৃত্ব দেয়, তারা নিজেদের প্রবল রকমের অনিরাপদও ভাবতে থাকে। এটা একটা সম্মিলিত, যাকে বলে যৌথ মনস্...