ফিরোজ আহমেদ: মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে
ফিরোজ আহমেদ: বিনা তথ্য-প্রমাণে শাট ডাউন অযৌক্তিক, অমানবিক। আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসার কোনো ন্যূনতম ব্যবস্থা আসলে নেই। অক্সিজেন দেয়ারও সামর্থ্য সরকারের নেই। আজকের প্রথম আলোতেই তেমন একটা প্রতিবেদন আছে। আইসিইউতে ভর্তির সুযোগ পাচ্ছে না মানুষ। অথচ আক্রান্তের সংখ্যা এখনো চরম সময়ের দিল্লী, লক্ষ্মৌ কিংবা কলকাতার প্রতিদিনের আক্রমণের চাইতে কম। ইতালি বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের সাথে আদৌ তুলনীয় নয়। তাহলে কেনো এখনই হাসপাতাল ভেঙে পড়ছে? কারণ আপনাদের কোনো প্রস্তুতি নেই, দেড় বছর চলে গেলেও। ওদিকে শাট ডাউন মানে দেশটাকে একটা কারাগার বানিয়ে সমস্যাকে চাপা দেয়ার চেষ্টা করা। তাদেরকে চোখের আড়ালে মরতে দেয়া। নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতাকে লুকোবার জন্য মরিয়া হয়েই তারা এই কাজ করছে। মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে। এতো সোজা! টিকা দেয়ার নাম নাই, শাট ডাউনের গোঁসাই! বরং আক্রান্ত জেলাগুলোতে বিনামূল্যে সকল দরিদ্র মানুষকে খাবার দিন। সেগুলোকে বিচ্ছিন্ন করুন। খাবারের নিশ্চয়তা থাকলে মানুষ বাইরে যাবে না। বাকি জেলাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করুন। বাকি সর্বত্র মানুষকে কাজ করতে দিন। জীবিকা ন...