Posts

Showing posts with the label প্রিয় নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) এর মজার গল্প

প্রিয় নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) এর মজার গল্প

Image
ডেস্ক রিপোর্ট :  ছবিটি দেখার পর নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি কৌতুক মনে পড়লো। নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনী পড়লে বেশ কয়েকটি মজার ঘটনা পাওয়া যায়। ছবিটির মতো এমন ঘটনাও শামায়েলেরর কিতাবগুলোতে আছে। যাহির (রাদিয়াল্লাহু আনহু) নামের একজন বেদুইন ছিলেন। তিনি নবিজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রায় সময় বিভিন্ন গিফট দিতেন। নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগ্রহ সহকারে বেদুইন-বন্ধুর গিফট গ্রহণ করতেন। তিনি বলতেন, “যাহির আমাদের পল্লীবন্ধু আর আমরা তাঁর শহুরে-বন্ধু।” যাহির (রা:) দেখতে কদাকার ছিলেন, সমাজের কেউ তাঁকে এতোটা মূল্যায়ন করতো না। অবহেলা আর অনাদার ছিলো তাঁর জীবনসঙ্গী। কিন্তু, নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে তাঁর বিশেষ মর্যাদা ছিলো। সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না, নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই তাদেরকে মূল্যায়ন করতেন। সাদা-কালো, ধনী-গরীব, সম্ভ্রান্ত-দাস এসব মানবসৃষ্ট দেয়াল উপেক্ষা করে নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষকে ‘মানুষ’ হিশেবে ট্রিট করতেন। একদিন যাহির (রা:) বাজারে তাঁর পণ...