Posts

Showing posts with the label প্রাণ গেলো ৮ বছরের শিশুর

চোর ধরতে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেলো ৮ বছরের শিশুর

Image
আবদুল ওহাব: বগুড়ার শাজাহানপুরে চোর ধরতে এক মুরগীর ফার্মের জিয়া তারের বেড়ার সাথে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এবং না বুঝে খেলার ছলে তা স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব নামে ৮ বছরের এক কোমলমতি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কান্নায় আকাশ বাতাস ভারী আর অপুরণীয় ক্ষতি হলেও গা ঢাকা দিয়েছে মুরগী ফার্মের মালিক। তবে গ্রেফতার এড়াতে দালালের মাধ্যমে লক্ষাধিক টাকার বিনিময়ে নিহত পরিবারের সাথে আপোষ হওয়ার প্রক্রিয়া চলছে বলে গোপন সুত্রে জানাগেছে। পরিবারটি জানায়, করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিশুটি সেখানে কাজ করছিল এবং অবুঝ মনে খেলতো। সোমবার (৭ জুন) বিকেলে উপজেলার গোহাইল ইউনিয়নের খন্ডক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফার্মে চুরি, ডাকাতি ও ছিনতাইকারী ধরতে ফার্মে জিয়াতারের বেড়ার সাথে গোপনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। কিন্তু খেলার ছলে বেড়াটি শিহাব স্পর্শ করার সাথে সাথে তার মৃত্যু হয়। তারা আরও জানান, ফার্মটি পাকারাস্তা সংলগ্ন হওয়ায় বৃষ্টি এলে ও তীব্র রোদ থেকে বাঁচতে অজানাবশতঃ অনেকেই  ফার্মটির বেড়ার পাশে  দাড়ায়। আবার বিকেলে শিশুরা খেলার ছলে দৌড়াদৌড়ি ও লুকোচুড়ি খেলতে গিয়েও বেড়ার পাশে লুক...