Posts

Showing posts with the label প্রস্তাব পেয়েও যেসব সুপারহিট সিনেমা ছেড়ে দিয়েছেন দীপিকা

প্রস্তাব পেয়েও যেসব সুপারহিট সিনেমা ছেড়ে দিয়েছেন দীপিকা

Image
বলিউডের বিউটি কুইন দীপিকা পাড়ুকোন৷ তার অভিনয় গুণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমিদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন। বেছে কাজ করার ক্ষেত্রে সুনাম আছে দীপিকার৷ শুধুমাত্র জনপ্রিয় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার নয়, সিনেমার গল্প থেকে শুরু করে নানা দিক বিবেচনা করে সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। তার প্রমাণ বেশ কিছু সিনেমা থেকে সরে যাওয়া৷ শুধুমাত্র গল্প ও চরিত্র ভালো লাগেনি বলে শাহরুখ-সালমানের সিনেমাসহ প্রত্যখান করেছেন হলিউডের জনপ্রিয় সিনেমাও। সেসব ছবি পরবর্তীতে সুপারহিট হয়েছে। জাব তাক হে জান শাহরুখের বিপরীতে জনপ্রিয় এই সিনেমা থেকে নিজেকে কেন সরিয়ে নিয়েছিলেন দীপিকা সে বিষয়ে আজও অব্দি মুখ খুলেননি তিনি। তবে গুঞ্জন রয়েছে সিনেমাটিতে দীপিকার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ। কারণ হিসেবে তিনি কিছু বলেননি৷ তবে বলিউডের রঙিন পাতায় গুঞ্জন ছিলো ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তখন দীপিকার প্রেম চলছিলো। তাই তিনি দীপিকাকে একই সিনেমায় মেনে নিতে রাজি ছিলেন না। দীপিকাও একই কারণে ছবিটিকে ‘না’ বলে দিয়েছিলেন। তাই তার পরিবর্তে সে...