Posts

Showing posts with the label প্রভাষ আমিন: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই না!

প্রভাষ আমিন: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই না!

Image
প্রভাষ আমিন : গত কয়েকবছরে বাংলাদেশের গণমাধ্যমে মনে রাখার মতো যেকটি রিপোর্ট হয়েছে, তার বেশিরভাগই রোজিনা ইসলামের করা। বাংলাদেশের একজন রিপোর্টারের পক্ষে যেকটি পুরস্কার জেতা সম্ভব, রোজিনা তার সবগুলো জিতেছেন, বারবার জিতেছেন। এ সবই তার অর্জন, কঠিন পরিশ্রমের ফল। দেখা হলেই বলতাম, ট্রফি তো তারা দেয়, রাখার শো কেস তো নিশ্চয়ই দেয় না। লাগলে বইলেন, বানিয়ে দেবো। এতো ট্রফি রাখবেন কই? রোজিনা খালি হাসতেন, বলতেন, দোয়া কইরেন। আমি বলতাম, ট্রফিগুলো সাজিয়ে রেখে চেকগুলো দিয়ে দিয়েন। আমি প্রথমআলো ছাড়ার পর রোজিনা যোগ দিয়েছেন। তাই তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি। কিন্তু তার সাহস দেখে আমিই ভয় পেয়ে যেতাম। মন্ত্রী, এমপি, আমলা, মাস্তান, প্রভাবশালী- কাউকেই ছাড়তেন না। তার একেক রিপোর্টে কতোজনের আরাম হারাম হয়ে গেছে, কতো জনের জমানো স্বর্ণ তামা হয়ে গেছে তার ইয়ত্তা নেই। আমি বলতাম, বইন, এতো সাহস পান কই? হাসতে হাসতে বলতেন, আপনেরা ভাইয়েরা আছেন না। রোজিনার সব আদিখ্যেতা তার মেয়েকে নিয়ে। করোনার কারণে দুই জন্মদিনের পার্টি হয়নি। নইলে মেয়ের জন্মদিনে হইচই করা তার স্বভাব। রোজিনার মেয়ে কী গান গায়, কী আবৃত্তি করে; ফেসবুকের সুবাদে সব আম...