Posts

Showing posts with the label প্রভাষ আমিন: মহাপরাক্রমশালী পুরুষতন্ত্র!

প্রভাষ আমিন: মহাপরাক্রমশালী পুরুষতন্ত্র!

Image
প্রভাষ আমিন: বাংলাদেশে অনেক নারীবাদী আছেন। তারা নারী অধিকারের কথা বলেন, ন্যায্যতার কথা বলেন, নারীর এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করার কথা বলেন। নিজে নারীবাদী না হলেও আমি নারীবাদীদের পছন্দ করি। তাদের ন্যায্য দাবির সঙ্গে গলা মেলাই। আমি নারীবাদে বিশ্বাসী নই, আমি মানবতাবাদে বিশ্বাসী। আমি মানুষকে কখনো ধর্ম-বর্ণ-লিঙ্গ দিয়ে বিবেচনা করি না। আমি চাই, সবাই নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাক। নারীবাদীদের কেউ কেউ একটু বেশি আক্রমণাত্মক, কেউ কেউ পুরুষদের গালি-মন্দও করেন। তাদের আক্রমণ বা গাল-মন্দ শুনে আমার খারাপ লাগে না, বরং শারীরিক অবয়বে একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত হই, নিজেকে অপরাধীই মনে হয়। আমি জানি বছরের পর বছর, যুগের পর যুগ নারীর প্রতি যে বঞ্চনা করা হয়েছে, তাদের দমিয়ে রাখার যে নানান কলাকৌশল আবিস্কার করেছে পুরুষতন্ত্র; তাতেই নারীদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। মাঝে মাঝে তারই বহিঃপ্রকাশ ঘটে। নির্যাতিত ব্যক্তি বা গোষ্ঠি যখন নিজের বা নিজেদের বিচার নিজেরাই চান; মানুষ হিসেবে আমি লজ্জিত হই। যেমন নারীরা নির্যাতিত হলে বিভিন্ন নারী সংগঠন প্রতিবাদ করে, সংখ্যালঘুরা নির্যাতিত হলে সংখ্যালঘুদের সংগঠনই আগ...