Posts

Showing posts with the label প্রভাষ আমিন : বয়স বাড়ালেই কর্মসংস্থান বাড়বে না

প্রভাষ আমিন : বয়স বাড়ালেই কর্মসংস্থান বাড়বে না

Image
প্রভাষ আমিন : বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী? বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা কী? বিপরীতমুখী দুটি প্রশ্নেরই অভিন্ন উত্তর- জনসংখ্যা। বিপুল জনসংখ্যার ভারে ন্যুব্জপ্রায় বাংলাদেশ সংখ্যাধিক্যের কারণেই বাংলাদেশে শ্রম খুব সস্তা। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি তৈরি পোশাক খাত বিকশিত হয়েছে সস্তা শ্রমকে পুঁজি করেই। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার আরেক মানদণ্ড বৈদেশিক মূদ্রার উপচেপড়া রিজার্ভ। সেই রিজার্ভের ভাণ্ডার ফুলে-ফেঁপে ওঠেছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে। ছোট্ট দেশ, বেশি মানুষ। জনসংখ্যাকে বোঝা না বানিয়ে জনসম্পদে রূপান্তরের স্লোগান অনেকদিনের। সেই স্লোগানের পথ ধরে দেশে শিক্ষার হার বেড়েছে, পাবলিক-প্রাইভেট বিশ্বদ্যিালয় মিলিয়ে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে, বেড়েছে কারিগরি শিক্ষার নানা সুযোগও। সব মিলিয়ে দেশে এখন শিক্ষিত এবং দক্ষ বেকারের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। করোনা মহামারির সময়ে বেকারত্বের হার আরও বেড়েছে। তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করে, নিজেদের দক্ষ করে গড়ে তুলে কাজের বাজারে ঢোকার অপেক্ষায় আছে, এটা যে কোনো দেশের জন্য, যে কোনো অর্থনীতির জন্য সুখবর হতে পারতো। কিন্তু আমাদের সেই দক্ষ তারণ্যকে ধ...