Posts

Showing posts with the label প্রবীর বিকাশ সরকার: বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা কঠিন!

প্রবীর বিকাশ সরকার: বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা কঠিন!

Image
প্রবীর বিকাশ সরকার: আমার জাপানি রাজনীতি সচেতন বন্ধুরাও মাঝে মাঝে জিজ্ঞেস করেন, শেখ হাসিনার পর কে হবেন দলের প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা? আমি উত্তরে বলে থাকি এরকম বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা কঠিন। কারণ রাজনীতির মূল যে লক্ষ্য সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠিত রাখা, তা বিগত ৫০ বছরেও সম্ভব হয়নি। বাংলাদেশের মতো প্রতিটি ক্ষেত্রে তীব্র বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা খুব কম দেশেই আছে। উপমহাদেশের তিনটি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেই এই লক্ষণ সবচেয়ে বেশি। বিদেশিরা বাইরে থেকে যতোই চেষ্টা করুন জানার জন্য তা সহজ নয়, সেইদেশে অন্ততপক্ষে বছর খানেক বসবাস করলে সহজেই বুঝতে পারবেন। অনেক জাপানি বাংলাদেশ থেকে ঘুরে এসে এই বৈষম্যর কথা আমাকে বলেছেন। যাইহোক, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনোটির পক্ষেই কোনোদিন বৈষম্য দূর করে সমাজে শান্তি ও সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে, আমার কখনোই মনে হয়নি। এই দলগুলোর রাজনীতির সঙ্গে যারা জড়িত সকলের মনমানসিকতা অদ্ভুতভাবে একই রকম। বাঙালির চরিত্র যে ধাতুতে গড়া, যা মূলত উপমহাদেশীয় জলবায়ুদ্বারা সৃষ্ট, এই প্রভাব বা অচলায়তন থেকে বেরি...