প্রবাস জীবনে আরেক টি খোলা আকাশের নীচে ঈদ উদযাপন
রনি মাহমুদ, ফেসবুক থেকে : আলহামদুলিল্লাহ, প্রবাস জীবনে আরেক টি খোলা আকাশের নীচে ঈদ উদযাপন। ঈদ আনন্দ-উৎসব এমনই এক পরিচ্ছন্ন আনন্দ অনুভূতি জাগ্রত করে, যা মানবিক মূল্যবোধ সমুন্নত করে এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পথপরিক্রমায় চলতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বুদ্ধ করে। মাতৃম মনিজ পার্কে সকাল ৮.০০মিনিটে বাংলাদেশী প্রবাসীদের আয়োজনে পর্তুগাল সরকারের সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে পর্তুগালের সর্ব বৃ হৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। করোনার কারনে এবার ঈদ জামাত শেষে কোলাকুলি ছাড়ায় কমিউনিটির একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছে পর্তুগাল বাংলাদেশী প্রবাসীরা। আবারও দেশে এবং প্রবাসে সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচছা…._ঈদ মোবারক।