Posts

Showing posts with the label প্রথমার্ধে ডি পলের গোলে লিড নিয়ে এগিয়ে আর্জেন্টিনা

প্রথমার্ধে ডি পলের গোলে লিড নিয়ে এগিয়ে আর্জেন্টিনা

Image
স্পোর্টস ডেস্ক: ম্যাচের বয়স তখন ২২ মিনিট। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ঠিক যেমনটা জার্মানির বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে মিস করেছিলেন তারকা ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন। আর্জেন্টিনা সমর্থকদের মনে তখন দুশ্চিন্তা। তবে কি এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেই ফিরে আসবে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি? উত্তর মিলবে আরও ৪৫ মিনিট পর। তবে আপাতত ভুলের মাশুল দিয়েছেন মেসি, সহায়তা করেছেন সতীর্থের গোলে। ইকুয়েডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটের সময় লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার সুবাদে লিড নিয়েছে আলবিসেলেস্তেরা।   প্রথমার্ধের শেষ দিকে গোল হতে পারত আরও একটি। মেসির নেয়া ফ্রি-কিক থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ১৪ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্...