[১] চলমান বিধি-নিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে, প্রজ্ঞাপন জারি
তাপসী রাবেয়া ও মহসীন কবির:[২] রোববার (২৩ মে) দুপুরে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী চলমান বিধি-নিষেধ শেষে আগামী ১৭-২৩ মে পর্যন্ত অনুমোদন দিয়েছিলেন। ডিবিসি ও সময় টিভি [৩] চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। সব শেষে তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।