ভিজিএফের তালিকা তৈরিতে আ.লীগের নেতারা, প্রকৃত অসহায়রা বঞ্চিত
নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টী ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের (ভিজিএফ) সুফলভোগীর তালিকা প্রস্তুত ও সহায়তার টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্ত। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ৬ নম্বর শিরন্টী ইউনিয়নে ৯টি ওয়ার্ড। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ২০০ জনের একটি তালিকা তৈরি করেছেন। এসব তালিকায় থাকা বেশিরভাগ ব্যক্তিরা সরকার থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এছাড়া আর্থিক সচ্ছলতা থাকার পরও কোনো কোনো পরিবার থেকে ৩-৪ জনকে ভিজিএফ তালিকায় নাম দেয়া হয়েছে। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিনের স্বাক্ষরিত একটি তালিকা থেকে ইতোমধ্যে বিতরণকার্য সম্পূর্ণ করা হয়েছে। ওই তালিকায় দেখা গেছে, সোনাডাঙ্গা গ্রামের জনৈক এক শিক্ষকের পরিবার থেকে তার দুই ছেলে ও স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করে ভিজিএফের টাকা উত্তোলন করা হয়েছে। এতে প্রকৃত অসহায় লোকজন ঈদে...