Posts

Showing posts with the label পৌরসভার নির্বাহী কর্তৃত্ব যাচ্ছে প্রশাসন ক্যাডারে

পৌরসভার নির্বাহী কর্তৃত্ব যাচ্ছে প্রশাসন ক্যাডারে

Image
দেশ রূপান্তর: দেশের প্রথম শ্রেণির (‘এ’ ক্যাটাগরি) ১৯৪ পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী এ পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তা নিয়োগের সুযোগ থাকলেও দীর্ঘ দিন পদটি ফাঁকা ছিল। সরকারি সূত্রগুলো বলছে, এবার সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে সম্প্রতি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত সপ্তাহে মেহেরপুর ও কক্সবাজার পৌরসভায় সরকারের সহকারী সচিব পদের দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের মোট ৩২৮ পৌরসভার মধ্যে ১৯৪টিতেই প্রধান নির্বাহীর চেয়ারে ক্যাডার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে পৌর মেয়র ও সংশ্লিষ্টদের দাবি, ক্ষমতা আমলাদের পুরো কবজায় নিতে এখানে ক্যাডার কর্মকর্তাদের বসানো হচ্ছে। কারণ, পৌর মেয়ররাই এত দিন ‘প্রধান নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর প্রশাসনিক কার্যক্রমে ‘সচিব’ দায়িত্ব পালন করেন। এখন নতুন করে প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়নে পৌরসভার আর্থিক ক্ষতিসহ দাপ্তরিক কাজেও জটিলতা তৈরি হবে। এটি একটি ন...