Posts

Showing posts with the label পেছালো ডেন্টালের ভর্তি পরীক্ষা

পেছালো ডেন্টালের ভর্তি পরীক্ষা

Image
নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৭ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ জুন পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পরীক্ষা। আরও পড়ুন…স্বাস্থ্যবিধি মেনে হবে এসএসসি পরীক্ষা: শিক্ষাবোর্ড বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারী এর বাস্তবতায় বিডিএস ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার দিনক্ষণ পরবর্তিতে মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এবার ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে প্রতি আসনে ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের সবগুলো সরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। The post পেছালো ডেন্টালের ভর্তি পরীক্ষা appeared first on বিডি২৪টাই...