পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্কুল (ভিডিও)
মারুফ হাসান : সুইজারল্যান্ডে অবস্থিত এই স্কুল টি দেশটির প্রাচীনতম বোর্ডিং স্কুল। জুডিথ ক্র্যান্টজের প্রিন্সেস ডেইজি (১৯৮০) এবং টিল উই মেট অ্যাগেইন (১৯৮৮) উপন্যাসগুলো যারা পড়েছে তাদেরকে ‘ইন্সটিটিউট লি রোজি’ কে নতুন করে চেনানোর কিছু নেই। এছাড়াও ক্যারেন রবার্ডস এর বেশ কয়েকটি রোম্যান্স উপন্যাসেও উল্লেখ আছে বিশ্ববিখ্যাত এই স্কুল টির নাম। ‘এ স্কুল ফর লাইফ’ আদর্শে উজ্জীবিত আলোচিত এই ‘ইন্সটিটিউট লি রোজি’ (Institute Le Rosey) বিশ্বের সবেচেয়ে ব্যয়বহুল স্কুল। যে স্কুল টি কে বলা হয় ‘স্কুল অফ কিংস” অর্থাৎ রাজাদের স্কুল। এমন নামের পেছনে কারণ খুঁজতে হলে তাকাতে হবে এর প্রাক্তন শিক্ষার্থীদের দিকে। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় চোখ বুলালেই খুঁজে পাওয়া যায় বিভিন্ন দেশের রাজপুত্র-রাজকন্যাদের নাম। এ ছাড়াও বিশ্বের সর্বাধিক ব্যয়বহুল স্কুল এটি। এই স্কুলের বার্ষিক টিউশন ফি এতটাই বেশি যা বহন করা অনেক বিত্তবানের পক্ষেও অসম্ভব, বাংলাদেশের হিসেবে বছরে যার পরিমাণ প্রায় ৯৬ লক্ষ ১৮ হাজার টাকা! যদিও লি রোজি এই গ্রহের সবচেয়ে ব্যয়বহুল স্কুল, তবে বিশ্বখ্যাতির জন্য এটিই একমাত্র কারণ নয়। এই স্কুলের...