Posts

Showing posts with the label পূর্বধলায় শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাবেচা

পূর্বধলায় শেষ মুহূর্তে জমজমাট ঈদের কেনাবেচা

Image
হাবিবুর রহমান : বছর ঘুরে আসে ঈদ উৎসব। পরিবারের প্রিয় মুখগুলোকে দিতে হয় সাধ্যমতো ঈদ উপহার।ঈদের আগের দিন নেত্রকোনার পূর্বধলায় যেন জনারণ‌্যে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বাজার ঘুরে দেখা গেছে, জমজমাট কেনাবেচা হচ্ছে দোকানগুলোতে। পূর্বধলা বাজার যেন মুখর ক্রেতাদের আনাগোনায়। দোকানগুলোতে উপচেপড়া ভিড়ে বিক্রেতাদের মুখেও হাসি, যারা অনেকদিন পর সুযোগ পেয়েছেন স্বস্তিতে ব্যবসা করার। তবে এই কেনাবেচা যতটা মনোযোগ দিয়ে করছেন ক্রেতা আর বিক্রেতারা, স্বাস্থ্যবিধিই মানার ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন তারা। শুক্রবার (১৪ মে) বাংলাদেশে পালিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে স্বাস্থ‌্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদ করতে অনুরোধ জানিয়েছে সরকার। তবে উৎসবপাগল বাঙালি ভয়ঙ্কর করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলে দলে নেমে পড়েছেন কেনাকাটায়। অনেক মানুষের মুখে দেখা যায়নি মাস্ক। যেখানে শরীরের সঙ্গে শরীর মিলে যায়, সেখানে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব মেনে চলা তো অসম্ভব। এর পরিণাম কী হবে, সে হিসাব-নিকাশ শিকেয় তুলে আপাতত কেনাকাটা ও ঈদ উৎসবের বাইরে আর ...