পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, ২ পুলিশ সদস্য আহত
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ সদস্যদের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৫ মে) রাত ১২টার দিকে উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ সূত্রে জানা গেছে, খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া র্যাবের দায়ের করা একটি মাদক মামলার পলাতক আসামি। বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেন। চুনারুঘাট থানার ওসি (ওসি) মো. আলী আশরাফ বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে সময় লাগবে। বার্তাবাজার/পি