পিতা-মাতার অসহায় প্রবীণজীবন ও সন্তানের দায়
প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম পরিবার মানব জীবন-মায়ার সূতিকাগার। সভ্য মানুষ বিবাহের মাধ্যমে পরিবারে গড়ে। শিশুর জন্ম দেয়, লালন পালন করে বড় করে তোলে। এক সময় তারা বয়স্ক হয়, পরিবারে নিজেদের ভূমিকা পালন করে ও প্রাকৃতিক নিয়মে সবাই মরণকে বরণ করে নেয়। জন্ম নিলেই জীবমাত্রেরই একদিন জীবনাবসান হবে। তার এটাই জীবনের ধর্ম। মানব জীবনকে সুন্দরভাবে বিকশিত করার জন্য যুৎসই পরিবেশ প্রয়োজন। একটি সুস্থ-সবল পরিবার সেই ভারসাম্যপূর্ণ সুন্দর ও যুৎসই পরিবেশের নিশ্চয়তা দিতে পারে। যেখানে মানব জীবন সার্বিক নিরাপত্তা খুঁজে পেতে পারে। পারিবারিক নিরাপত্তা থেকে একজন মানুষ সামাজিক ক্ষেত্রে নিজেকে সুষ্ঠুভাবে বিকশিত করার ভরসা পেয়ে থাকে। সেজন্য বলা হয় পরিবার হচ্ছে সবচে বড় সামাজিক প্রতিষ্ঠান। এছাড়া একটি পরিবার হচ্ছে মানুষের আত্মিক বন্ধনের বাহন। নিকটাত্মার আত্মীয়তার বন্ধনে গড়ে উঠে পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস। সন্তান লাভ ও ভালবাসার আবহ পরিবারের মধ্যেই বিকশিত না হলে সামাজিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। ভঙ্গুর সমাজে সামাজিক নিরাপত্তাবোধ বিঘ্নিত হয় এবং মানুষ আত্মবিশ্বাস হারিয়ে হতাশ হয়ে পড়ে। ফলত সূচিত হতে থাকে সামাজিক অনাচার ও অপ...