Posts

Showing posts with the label পালিয়ে বিয়ের প্ল্যানিং করে মহা বিপদে পড়েছেন তাহসান-মেহজাবিন

পালিয়ে বিয়ের প্ল্যানিং করে মহা বিপদে পড়েছেন তাহসান-মেহজাবিন

Image
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা তাহসান ও মেহজাবিন পালিয়ে বিয়ের প্ল্যানিং করে মহা বিপদে পড়েছেন। তাদের অভিনয়কে সত্যি ভেবে নিজে সাক্ষী হয়ে তাহসান-মেহজাবিনের বিয়ে দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এই দুই তারকার অনুরাগীরা কিছুটা স্তম্ভিত হতে পারেন। ভাবতে পারেন হঠাৎ এমন কী ঘটেছিলো, যে তাদের বিয়ে দিতে হলো! জল্পনা দূর করে জানানো যাচ্ছে, বাস্তবে নয়, ঘটনাটি দেখা যাবে নাটকে। আসছে ঈদে মহিদুল মহিমের পরিচালনায় ‘ক্রেডিট শো’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা। নাটকের গল্পে দেখা যাবে- সেজান (তাহসান) ও তুলি (মেহজাবিন) পালিয়ে বিয়ে কারার প্ল্যানিং করছে। তবে সেটা নিজেদের জন্য না। সেজানের বন্ধু ও তুলির বান্ধবীর পালিয়ে বিয়ে করার প্ল্যানিং। কিন্তু সমস্যা হলো সেজানের কোন প্ল্যানই তুলি মানে না আবার তুলি কোন প্ল্যান দিলে সেটা সেজান মানতে চায় না। কারন তাদের পালিয়ে বিয়ে করার প্ল্যানিংয়ের ক্রেডিট সেজান নিতে চায় আবার তুলিও নিতে চায়। এতে বিপত্তি দেখা দেয়। একটা পর্যায়ে সিদ্ধান্ত হয় সেজান ও তুলি তাদের লুকিয়ে কাজী অফিসে নিয়ে আসবে আর তারপর বন্ধু-বান্ধবীর বিয়ের ড্রেস সেজান ও তুলি পড়বে এবং ওদের ড্রেস ...