Posts

Showing posts with the label পাচার দেড়শ বিলিয়ন

ইরাকে মার্কিন সেনা গমনের পর ট্রিলিয়ন ডলারের তেল চুরি, পাচার দেড়শ বিলিয়ন

Image
রাশিদ রিয়াজ : ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনা যায় সন্ত্রাস দমনে। একই বছর ইরাকে সাদ্দাম হোসেনের পতন ঘটে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ সংসদে দুর্নীতি রোধে এক নতুন আইন উপস্থাপনের সময় বলেছিলেন আমাদের মহান জাতিকে জর্জরিত করে দেওয়ার মত তেল পাচার ও দুর্নীতির বিস্তৃত চর্চা রোধ করার জন্য এই আইন প্রয়োগ করা হবে। সাদ্দাম হোসেনের পতনের পর ট্রিলিয়ন ডলার তেল চুরি হয়েছে এবং এই তেল চুরির দেড়শ ডলার পাচার হয়ে গেছে। আরটি ইরাকের সংসদে প্রেসিডেন্ট সালেহ আইনের খসড়া উপস্থাপন করে বলেছিলেন এ আইনের মাধ্যমে ৫ লাখ ডলারের বেশি অর্থের লেনদেনের পাশাপাশি ব্যাংক যেসব অ্যাকাউন্টে ১০ লাখ ডলার আছে তা খতিয়ে দেখা হবে। দুর্ভাগ্যবশত ইরাকের সংসদে আইনটি পাশ হয়নি। তেল পাচার বা দুর্নীতি রোধে এ আইনটিকে সবচেয়ে কার্যকর আইন মনে করা হয় ইরাকে। দেশটির রাজনৈতিক দল ও আইনপ্রণেতারা এ আইন পাশ করার ব্যাপারে প্রকাশ্যে বললেও তার পাশ করার ক্ষেত্রে স্যাবোটাজ করছেন বলেও অভিযোগ উঠেছে। কারণ ইরাকের অনেক রাজনীতিক দুর্নীতি ও তেল পাচার চক্রের সঙ্গে জড়িত। সিএনএন বলছে ইরাকের প্রেসিডেন্ট এও বলেছিলেন সংসদে আইনটি পাশ হলে পাচারকৃত দেড়শ বিলিয়ন ডলার অন্য দেশে...