পাকিস্তানের হয়ে খেলতে ৩০ কেজি ওজন কমান আজম
স্পোর্টস ডেস্ক : সাবেক পাকিস্তানি উইকেট রক্ষক-ব্যাটসম্যান মঈন খানকে কে না চেনে। তার মারকুটে ব্যাটিং ভক্তদের মনে জায়গা করে আছে আজও। তবে এখানেই শেষ নয়, ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছেন নিজের পরিবারের মাঝে। ছেলে আজম খানকে গড়ে তুলেছেন একজন ক্রিকেটার হিসেবে। অবশেষে স্বপ্ন পূরণও হতে যাচ্ছে। পাকিস্তান দলে ডাকা হয়েছে আজমকে প্রথমবারের মতো। তবে পথটা মসৃণ ছিল না একেবারেই। তাকে পারফরম্যান্সের সঙ্গে লড়তে হয়েছে নিজের সঙ্গেও। সেটা ওজন। ২০০৯ সালে প্রথমবার পাকিস্তান সুপার লিগে খেলার সময়ই বুঝতে পেরেছিলেন, তার দীর্ঘ দেহ নিয়ে মজা করছে মানুষ। সঙ্গে পারফরম্যান্সও ছিল মজার অংশ। সেসব থেকে বেরিয়ে এসেছেন। গত এক বছরে ওজন কমিয়েছেন ৩০ কেজি! তাতেই কী না উন্নতি হয়েছে পারফরম্যান্সের। যা নজরে এসেছে পাকিস্তান ক্রিকেটের নির্বাচকদেরও। যদিও আজমের ওজন এখনও ১০০ কেজি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। রয়েছে ৩টি ওয়ানডে, ৫টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ। টেস্ট দলের জন্য বিবেচনা করা না হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে রাখা হয়েছে আজমকে। আজমকে দলে নেয়ার ব্যপারে পিসিবি প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘...