পাওনা ৪ হাজার টাকা নিয়ে বিরোধ: প্রাণ গেল মুদি দোকানির
ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অবস্থায় এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মৃত্যু হয় আজিজুল হক (৩৯) নামে ওই ব্যক্তির। আজিজুল উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি নিজের বাড়ির সামনে মুদি দোকান করে সংসার চালাতেন তিনি। আজিজুলের ভাতিজা শাহ আলমের একটি মুদি দোকান রয়েছে ইউনিয়নটির পলাশকান্দা ভারতী বাজারে। শাহ আলমের দোকান থেকে বাকি জিনিসপত্র নিয়ে টাকা দিচ্ছিলেন না সাখুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সোয়াইব আহমেদ সোহেল। ৪ হাজার টাকা নিয়ে গত দেড় বছর ধরে টালবাহানা শুরু করলে টাকা ফেরতের দায়িত্ব নেয় সোহেলের চাচাতো ভাই শামছুল হক সবুজ। গত শুক্রবার বিকেলে শাহ আলমকে টাকা দেওয়ার কথা ছিলো সবুজের। শুক্রবার ইফতারের পূর্ব মুহুর্তে সবুজ ভারতী বাজারে গেলে টাকা চান শাহ আলম। টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন সবুজ। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয় বাজারে। সবুজদের লোকজন শাহ আলমের চাচা ইউনিয়নটির চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আজাদ মানিকের ওপর হামলা করে। মাথায় আঘাত ক...