পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১৭
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৭ জন নিহত হয়েছে। ২রা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যটির বিভিন্ন এলাকায় সহিংসতায় এই প্রাণহানি হয়েছে। -বিবিসির বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের সবাই তৃণমূল কংগ্রেস অথবা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতাকর্মী। বিজেপির অভিযোগ, নির্বাচনের জয়ের পরপরই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয় এবং সমর্থকদের দোকানপাটে হামলা চালাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে, বিভিন্ন এলাকায় সংঘর্ষে তাদের ৭ কর্মীর মৃত্যু হয়েছে। আর বিজেপির দাবি, সহিংসতায় তাদের ৯ কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। বার্তাবাজার/পি