Posts

Showing posts with the label পরের দিন মেসিরা

[১] কোপার সূচি বদল, ১৩ জুন নামছে ব্রাজিল, পরের দিন মেসিরা, ফাইনাল মারাকানায়

Image
রাশিদুল ইসলাম : [২] স্থান বদলের পরে কোপা আমেরিকার সূচিতেও কিছুটা বদল আনল লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। আগের সূচি অনুযায়ী ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল ১৪ জুন। কিন্তু পরিবর্তিত সূচিতে কনমেবল জানিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিল মাঠে নামছে ১৩ তারিখ। দি ওয়াল [৩] কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি হবে রাজধানী ব্রাজিলিয়ার গ্যারিঞ্চা স্টেডিয়ামে। পরের দিন অর্থাৎ ১৪ জুন মাঠে নামছে আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ চিলি। গতবার আর্জেন্টিনাকে হারিয়েই কোপা জিতেছিল ভিদালের চিলি। [৪] ব্রাজিল, ভেনেজুয়েলার সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু। গ্রুপ এ-তে আর্জেন্টিনা, চিলির সঙ্গে রয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া। ফাইনাল হবে ১০ জুলাই। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একুশের কোপার ফাইনাল। [৫] এবার কোপা আয়োজন করার কথা ছিল কলম্বিয়ার। কিন্তু তারা আগেই বলে দিয়েছিল রাজনৈতিক ডামাডোলের কারণে তাদের দেশে কোপা আমেরিকা অনুষ্ঠিত করা সম্ভব নয়। তারপর লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু লিও মেসিদের দেশও কার্যত হাত তুলে দেয়। এরপর ব্রাজিল রাজি হওয়ায় সেখানেই হচ্ছে ...